কলকাতার কড়চায় – রানি কাদম্বিনী
17 November 2024
Nandikar Kolkata

anandabazar supplementary kolkatakorcha kolkatar korchaআমি মেয়ে হিসেবে, একজন কর্মরত মেয়ে হিসেবেই আমাদের এই নতুন নাটক নির্দেশনার কাজে নিজেকে জড়িয়েছি। আবার আমি বাঙালি, অতএব একজন বাঙালি মেয়ে হিসেবেও এ-নাটক মঞ্চস্থ করার দায় বোধ করছি, কারণ নাটকটা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে, যিনি উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণে অগ্রগণ্য।’ নান্দীকার-এর নতুন প্রযোজনা ‘রানি কাদম্বিনী’ (কাহিনি: নারায়ণ সান্যাল) প্রসঙ্গে পরিচালকের অভিপ্রায় জানাচ্ছিলেন সোহিনী সেনগুপ্ত। প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী শুধু সফলই নন, প্রবাসেও গিয়েছিলেন, স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও একাধিক সন্তানসহ পারিবারিক জীবনে ছিলেন স্বচ্ছন্দ। ‘এমন একজন চমৎকার মানুষকে কতটুকু জানি আমরা বা মনে রাখি তাঁকে? অথচ রবীন্দ্রনাথের যে বছরে জন্ম সে বছরেই জন্মেছিলেন তিনি, ১৮৬১। ফলে এ-নাটক আমার নিজস্ব জেন্ডার ইন্টারপ্রিটেশনস-ও বটে।’ সোহিনী তিন বছর বয়সে তাঁর অভিনয় জীবন শুরু করেন এই নান্দীকার-এই। থিয়েটার-ফিল্মে দীর্ঘকাল দাপটে অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত নাট্য-নির্দেশকও তিনি। এ নাটকে তিনি কাদম্বিনীর ভূমিকায়, দ্বারকানাথের ভূমিকায় দেবশঙ্কর হালদার। ‘এক ঝাঁক কমবয়সি ছেলেমেয়েকে নিয়ে কাজ করেছি।’ নাট্যরূপ স্বাতীলেখা সেনগুপ্তর, সংগীত করেছেন ময়ূখ-মৈনাকের সঙ্গে। প্রথম অভিনয় অ্যাকাডেমি, ১৬ অগস্ট সন্ধে সাড়ে ৬টায়।

 

Main Article: http://www.anandabazar.com/supplementary/kolkatakorcha/kolkatar-korcha-1.654124?ref=hm-spclsection-kolkatarkorcha

Important Notifications