আমি মেয়ে হিসেবে, একজন কর্মরত মেয়ে হিসেবেই আমাদের এই নতুন নাটক নির্দেশনার কাজে নিজেকে জড়িয়েছি। আবার আমি বাঙালি, অতএব একজন বাঙালি মেয়ে হিসেবেও এ-নাটক মঞ্চস্থ করার দায় বোধ করছি, কারণ নাটকটা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে, যিনি উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণে অগ্রগণ্য।’ নান্দীকার-এর নতুন প্রযোজনা ‘রানি কাদম্বিনী’ (কাহিনি: নারায়ণ সান্যাল) প্রসঙ্গে পরিচালকের অভিপ্রায় জানাচ্ছিলেন সোহিনী সেনগুপ্ত। প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী শুধু সফলই নন, প্রবাসেও গিয়েছিলেন, স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও একাধিক সন্তানসহ পারিবারিক জীবনে ছিলেন স্বচ্ছন্দ। ‘এমন একজন চমৎকার মানুষকে কতটুকু জানি আমরা বা মনে রাখি তাঁকে? অথচ রবীন্দ্রনাথের যে বছরে জন্ম সে বছরেই জন্মেছিলেন তিনি, ১৮৬১। ফলে এ-নাটক আমার নিজস্ব জেন্ডার ইন্টারপ্রিটেশনস-ও বটে।’ সোহিনী তিন বছর বয়সে তাঁর অভিনয় জীবন শুরু করেন এই নান্দীকার-এই। থিয়েটার-ফিল্মে দীর্ঘকাল দাপটে অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত নাট্য-নির্দেশকও তিনি। এ নাটকে তিনি কাদম্বিনীর ভূমিকায়, দ্বারকানাথের ভূমিকায় দেবশঙ্কর হালদার। ‘এক ঝাঁক কমবয়সি ছেলেমেয়েকে নিয়ে কাজ করেছি।’ নাট্যরূপ স্বাতীলেখা সেনগুপ্তর, সংগীত করেছেন ময়ূখ-মৈনাকের সঙ্গে। প্রথম অভিনয় অ্যাকাডেমি, ১৬ অগস্ট সন্ধে সাড়ে ৬টায়।
Main Article: http://www.anandabazar.com/supplementary/kolkatakorcha/kolkatar-korcha-1.654124?ref=hm-spclsection-kolkatarkorcha